উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, নানিয়ারচর, রাঙ্গামাটি পার্বত্য জেলা। এর অবস্থান উপজেলা পরিষদ ভবন নানিয়ারচর, রাঙ্গামাটি পার্বত্য জেলায় অবস্থিত। ইহার কার্যক্রম শুরু হয় ১৯৮৪খ্রি: সালে। এ কার্যালয়ের অধীনে ৫০০ মে:টন ধারণ ক্ষমতা সম্পন্ন ০১ ইউনিট বিশিষ্ট একটি এলএসডি (খাদ্য গুদাম) রয়েছে। উক্ত এল এসডি-র দায়িত্বে ১ জন খাদ্য পরিদর্শক তথা ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োজিত থাকেন। তার অধীনে ১ জন সহকারী উপ-পরিদর্শকে ও ৩ জন নিরাপত্তা প্রহরী রয়েছেন। এল এসডিতে খাদ্য শস্যের মজুদ গড়ে তোলার লক্ষ্যে সরকারী খাদ্যশস্য পরিবহনের জন্য একটি নীতিমালা রয়েছে। উক্ত নীতিমালা অনুযায়ী জেলা খাদ্য নিয়ন্ত্রক পরিবহন সূচী জারী করে অভ্যন্তরীণ সড়ক পরিবহন/নৌ-পরিবহন ঠিকাদারের মাধ্যমে চাহিদানুসারে জেলার রাঙ্গামাটি সদর খাদ্য গুদাম হতে খাদ্যশস্য এনে মজুদ নিশ্চিত করা হয়। উক্ত এল এসডিতে, কোন রকম অভ্যন্তরীণ সংগ্রহের কার্যক্রম হয় না। ফলে উপজেলাটিতে বরাবরই খাদ্য ঘাটতি থাকে। তাই দেশের অন্যন্য অঞ্চল হতে এনে উক্ত ঘাটতি মিটানো হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস